বিশ্ববাজারে আবারও বড় ধাক্কা খেল সোনার দাম। কয়েক সপ্তাহ ধরেই রেকর্ড উচ্চতায় থাকা এই মূল্যবান ধাতুটি হঠাৎ করেই ধসের মুখে পড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দর এক দিনে কমেছে ৫ শতাংশেরও বেশি — যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় পতনগুলোর একটি।
মঙ্গলবার দিনের বেচাকেনায় প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ৪,১৩০.৪০ মার্কিন ডলারে, যা সোমবারের সর্বোচ্চ ৪,৩৮১.৫২ ডলার দামের তুলনায় প্রায় ৫.২ শতাংশ কম। করোনা মহামারি শুরু হওয়ার পর এটাই একদিনে সর্বোচ্চ দরপতন বলে জানাচ্ছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, টানা দামের উর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মধ্যে ‘প্রফিট বুকিং’ বা লাভ তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় এই পতন ঘটেছে। একই সঙ্গে বৈশ্বিক আর্থিক নীতির পরিবর্তন, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে।
অন্যদিকে, বিশ্ববাজারে এই দরপতনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের স্বর্ণবাজারেও। সোমবার থেকেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামের তালিকা ঘোষণা করেছে। ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এই পতন যদি আরও কিছুদিন স্থায়ী হয়, তাহলে দেশের বাজারেও শিগগিরই সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে।