বিশ্ববাজারে আজ শুক্রবার (২১ নভেম্বর) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে মূলবান এই ধাতুটি। মার্কিন ফেডারেল রিজার্ভের ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা দূরে ঠেলা হওয়ায় দাম কমেছে, জানায় রয়টার্স।
শুক্রবার গ্রীনউইচ মান সময় (জিএমটি) ১২টা ১৩ পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলার হয়েছে। একই সঙ্গে ডিসেম্বর সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলারে নেমেছে।
উইজডমট্রির কমোডিটি কৌশলবিদ নিটেশ শাহ বলেন, “শ্রমবাজারের শক্তিশালী তথ্য সুদের হার কমানোর সম্ভাবনাকে প্রায় ভেস্তে দিয়েছে। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, সুদের হার হ্রাসের সম্ভাবনা কমলে বিনিয়োগকারীরা সুদ না-দেওয়া সম্পদ যেমন স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নেন, যা বর্তমান বাজারে প্রতিফলিত হচ্ছে।
ADVERTISEMENT
দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার জানিয়েছে, স্বর্ণের নতুন মূল্য ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এটি ১ হাজার ৩৫৩ টাকা কমেছিল।
নতুন দাম অনুযায়ী
২২ ক্যারেট: ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা
২১ ক্যারেট: ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা
১৮ ক্যারেট: ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা
সনাতন পদ্ধতি ভরি: ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য প্রভাব ফেলবে।