মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি যাত্রীবাহী বিমান এক মিনিটেরও কম সময়ের মধ্যে ১২,০০০ ফুট নিচে পড়ে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনায় বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানের পাইলটের আতঙ্কিত কণ্ঠ রেডিও বার্তায় শোনা যায়, “স্টল, রিকভারি, স্টল, রিকভারি।’’ এরপর আর কোনো উত্তর পাওয়া যায়নি।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার বারবার বিমানের উচ্চতা জানতে চাইলেও কোনো সাড়া না পেয়ে আশপাশের অন্যান্য ফ্লাইটকে খোঁজ নিতে বলা হয়।
দুর্ঘটনায় কেউই বেঁচে যাননি। এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ফ্লাইট ডেটা বিশ্লেষণে জানা গেছে, বিমানটি এক মিনিটের কম সময়ে ১২,০০০ ফুট নিচে নেমে পড়ে।
বিমানটি মেক্সিকোতে নিবন্ধিত এবং দুর্ঘটনার আগে ব্যাটল ক্রিক এক্সিকিউটিভ এয়ারপোর্টে কিছু মেরামতকাজ সম্পন্ন করেছিল। বিমানবন্দরের অ্যাভিয়েশন ডিরেক্টর ফিল ক্রল জানান, ‘তারা কিছু সিস্টেম পরীক্ষা করছিল, তখনই সমস্যার সৃষ্টি হয়।’
স্থানীয় কর্তৃপক্ষ এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট