দীর্ঘ ২৫ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয়ার জন্য ঢাকাসহ আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষের আগমন ঘটে। আর দিনভর আলোচনায় ছিল তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায়ও আমেজ দেখা গেছে। বিএনপিপন্থি মানুষজন ছাড়াও শোবিজ ইন্ডাস্ট্রির তারকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এর মধ্যে ব্যতিক্রম ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
এ অভিনেতা ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সমাগত হাওয়া মানুষের সংখ্যা তুলনা করে রসিকতা করেছেন। তিনি লিখেছেন, ‘এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে।’
আবু হেনা রনির এই স্ট্যাটাসে স্পষ্টতই ইঙ্গিত করা হয়েছে, গত বছরের ৫ আগস্টের দিন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তখন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল―সেটিই রসাত্মকভাবে স্মরণ করিয়ে দিয়েছেন বলে ধারণা অনেকের।

এদিকে তরুণ এই অভিনেতার স্ট্যাটাসটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়ে নানা কথা বলছেন মন্তব্যের ঘরে। কেউ কেউ আবার স্ট্যাটাসটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ বলে মনে করছেন। আবার কেউ বলছেন, রসিকতা হলেও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন উঠে এসেছে স্ট্যাটাসটিতে।
প্রসঙ্গত, তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন। তার এই দেশে ফেরা বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার তৈরি করেছে। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া―সব মাধ্যমেই আলোচনার বিষয়বস্তু এই প্রত্যাবর্তন।