বাংলাদেশকে শক্তিশালী শুরু দিতে টপ-অর্ডার ব্যাটিং গুরুত্বপূর্ণ, আর সেই দায়িত্বে দারুণ ছন্দে আছে সাইফ হাসান। এশিয়া কাপে তার চার-ছক্কা ঝড় দলের রানের গতি বজায় রাখতে বিশেষ ভূমিকা রেখেছিল। এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি সেই ছন্দ ধরে রেখেছেন।
সিরিজের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে সাইফ দলকে জিতিয়েছেন। ম্যাচ শেষে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেন,
“সাইফ অনেক ভালো খেলেছে। দারুণ ক্লিন হিটিং করেছে, এমনকি বল গাছেও মেরেছে মনে হয়। পুরো কৃতিত্বই বাংলাদেশকে দিতে হবে।”
এশিয়া কাপের দুবাইয়ে সাইফ শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ এবং ভারতের বিপক্ষে ৫৫ বলে ৬৯ রান করেন। বিশেষ করে ছক্কা হাঁকানো তার প্রিয়তা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৩৮ বলে ৬৪ রান করার সময় ৬টি ছক্কা হাঁকান।
এর আগে ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ১৫টি বাউন্ডারি এবং ২৭টি ছক্কা। চলতি বছর ১০টি ম্যাচে ১৪টি চার এবং ২৪টি ছক্কা হাঁকিয়েছেন, যেনো ছক্কার ফুলঝুরি ফোটাতে এসেছেন তিনি।