অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান ও দাঈ মাওলানা হাফিজ মাহবুবুর রহমানের পিতার ইন্তেকাল
বৃহত্তর সিলেটের নন্দিত মুফাসসির ও আলেমেদ্বীন, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান (হাফিযাহুল্লাহ) এবং সুপরিচিত দাঈ ইলাল্লাহ মাওলানা হাফিজ মাহবুবুর রহমান ভাইয়ের শ্রদ্ধাভাজন আব্বাজান ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের ইন্তেকালে আলেম সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন দ্বীনদার, পরহেজগার ও সৎ চরিত্রের মানুষ। তাঁর জীবন ছিল দ্বীনের খেদমত, সন্তানদের সুশিক্ষা ও তাকওয়ার আদর্শে ভরপুর।
মরহুমের ইন্তেকালে বিভিন্ন আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দোয়া
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফিরদাউসের আ‘লা মাকাম নসিব করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবর জামীল দান করুন—আমিন