বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নতুন নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম।বাংলাদেশ ক্রিকেট জার্সিক্রিকেট জুতো
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর এক হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আসবেন আরও দুজন পরিচালক।
নির্বাচনী পরিস্থিতি
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থীতা প্রত্যাহার করেন তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী। তাদের অনুপস্থিতিতে অবশিষ্ট প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
‘বি’ ক্যাটাগরিতে ৭৬ ভোটারের মধ্যে ভোট দেন ৪৩ জন, যার মধ্যে ৩৪ জন ই-ভোট এবং ৯ জন সরাসরি ভোট দেন।‘সি’ ক্যাটাগরিতে ৪৫ ভোটারের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়।
রাজশাহী বিভাগে ৯ ভোটের মধ্যে ৭টি এবং রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে ৫টি ভোট পড়েছে।অ্যাক্টিভওয়্যার
নির্বাচনের প্রাথমিক ফলাফল
সভাপতি: আমিনুল ইসলাম বুলবুলসহসভাপতি: নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ
ক্যাটাগরি–১
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি–২
ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।
ক্যাটাগরি–৩
খালেদ মাসুদ পাইলট (৩৫ ভোট)দেবব্রত পাল (৭ ভোট)
জাতীয় ক্রীড়া পরিষদঅ্যাক্টিভওয়্যার
এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক