দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
বুধবার (১৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।
তবে কী কারণে পিনাকী ভট্টাচার্য এমন মন্তব্য করেছেন, তা পোস্টে তিনি উল্লেখ করেননি।
তার এই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নিজেকে মানাতে কষ্ট হবে। তবু হতাশ না। মহান রব উত্তম ফয়সালা কারী।’
অপর একজন লিখেছেন, ‘মনের মধ্যে এখনো আশার আলো টিমটিম করে জ্বলছে।’