ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে র্যাব গ্রেপ্তার করেছে। তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার কালবেলা জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ শনাক্ত করা হয়েছে। ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নম্বর সংগ্রহের পর বিআরটিএ অফিসে যাচাই করা হয়।
আটকের পর হান্নানের বক্তব্য:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার দাবি করেছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছেন, আবার বলেছেন সেটি গ্যারেজে ছিল।
মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ-কে চেনেন, তবে দীর্ঘ সময় যোগাযোগ হয়নি।
হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশা নেই, এবং তদন্তকারীরা মনে করছেন, তাকে জিজ্ঞাসাবাদে মূল সন্দেহভাজন ফয়সাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়েছিল। হাদিকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে। হামলায় সরাসরি জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি, তবে মোটরসাইকেল শনাক্ত ও মালিকের আটককে তদন্তে একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।