রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় আলোচনার ঝড়।
পোস্টে তিনি অভিযোগ করেন, আদনান তার কলেজজীবনের এক পরিচিত এয়ার হোস্টেস জেরিন জেবিনের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। সাবিকুন নাহার দাবি করেন, তারা নিয়মিত চ্যাট, ফোনে কথা বলা এবং লং ড্রাইভে যাওয়া সহ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।
অভিযোগে তিনি আরও বলেন, আদনানের পরিচালিত অনলাইন কোর্সগুলোতে নারী-পুরুষের অবাধ মেলামেশা ঘটে, যা তাকে মানসিকভাবে অস্থির করেছে। এই কারণেই তিনি কিছু অনলাইন ক্লাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এই পোস্টের কিছু ঘণ্টা পরই আদনান নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানান, তার মোবাইল ফোন চুরি হয়েছে। বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
পরদিন সকালে আদনানের স্ত্রী নিজের অবস্থান থেকে সরে এসে আরেকটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন— “হিংসুক ও বিরোধীরা আমাকে বিভ্রান্ত করেছিল। যা মিথ্যা প্রমাণিত হয়েছে।” তিনি আদনানের প্রশংসা করে বলেন, “আমার মুহতারাম পবিত্র, তার কাজ ও উদ্দেশ্য পবিত্র।”
এই পাল্টাপাল্টি পোস্টে বিভ্রান্ত ভক্ত ও সমালোচকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন তুলছেন। কেউ বলছেন, যদি আদনানের মোবাইল চুরি হয়ে থাকে, তবে সেই মোবাইলের মাধ্যমে তার স্ত্রীর ফেসবুক আইডি কীভাবে ব্যবহার হলো? আবার কেউ বিষয়টিকে ‘পারিবারিক ভুল বোঝাবুঝি’ হিসেবেও দেখছেন।
উল্লেখ্য, আবু ত্বহা আদনান ২০১৭ সালে ইউটিউবে ইসলামী বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তিনি কিয়ামতের আলামত, দাজ্জাল, সমাজে নৈতিক অবক্ষয় ও মুসলিম সমাজের সংকট নিয়ে নিয়মিত আলোচনা করেন। ২০২৩ সালের জুনে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে আলোচনায় আসেন, পরে পুলিশ জানায় তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।