কুরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে পরে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু বরণ করেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)।
তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। ফরিদুল আড়াই বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক।
স্থানীয়রা ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ADVERTISEMENT
মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক, স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির পরিচালক মোত্তালিব হোসেন সরকার।