ডিসেম্বর মানেই কুয়াশা ঘেরা সকাল, বিকেলের নরম রোদ আর রাতের কাঁপুনি দেয়া শীত। মাসের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ
সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়।
এতে বলা হয়, ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে সক্রিয় থাকতে পারে শৈত্যপ্রবাহ পরশ। এটি সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছুকিছু স্থানে সর্বনিন্ম তাপমাত্রা ৮- ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এরআগে, আবহাওয়া দফতর ডিসেম্বর মাসের জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। আর মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আরও পড়ুন: আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
এছাড়া এ সময় দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার আরও খবর