আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দেশে পরপর ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ হিসেবে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক অডিও বার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি সামনে আসে এবং এর ঠিক পরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, “এটা আল্লাহরই একটা খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, পরপর দুই দিন।”
তিনি ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। বলেন, তিনি ক্ষমতায় থাকলে উদ্ধার ও চিকিৎসা সঙ্গে সঙ্গেই শুরু হতো।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ রায় ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বন্দরের লিজ-সংক্রান্ত চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট ৩০ জুলাই রুল জারি করে। ৪ ডিসেম্বর শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দিলেও জুনিয়র বিচারপতি রিটটি খারিজ করে দেন, ফলে সিদ্ধান্তটি ঝুলে থাকে।
এদিকে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং ১০ জনের প্রাণহানি ঘটে। এর পাশাপাশি ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর আরও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এসব পরপর কম্পনকে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর সংঘটিত ঘটনা উল্লেখ করে ‘আল্লাহর খেলা’ বলে মন্তব্য করেন।