নির্বাচনকে ঘিরে পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘গুরুত্বপূর্ণ ও বিশেষ পরিস্থিতির নির্বাচন’ উল্লেখ করে তিনি পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এটি সাধারণ নির্বাচন নয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে—সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জন্ম হবে নতুন বাংলাদেশের। সেই জন্মের ধাত্রীর ভূমিকা পালন করবে পুলিশ। কাপুরুষের মতো বসে থাকার সময় নয় শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আপনাদেরই এগিয়ে আসতে হবে।”