লিভারের অসুখ প্রাথমিক পর্যায়ে অনেক সময় বোঝা যায় না। সাধারণভাবে মানুষ মনে করে, লিভারের রোগ মানেই জন্ডিস বা পেটের সমস্যা। তবে সব সময় এমন হয় না। বিশেষ করে হাত ও পায়ের কিছু লক্ষণ লিভারের অসুখকে ইঙ্গিত দিতে পারে।
হাতের তালুতে লালচে দাগলিভারের সমস্যায় দুই হাতের তালুতে ব্যথাহীন লালচে ছোপ দেখা দিতে পারে। হাত ফুলে উঠলেও এ বিষয়টি প্রাথমিক সতর্কতার সংকেত। লিভারে অনিয়মিত হরমোন ক্ষরণের কারণে রক্তনালি প্রসারিত হয় এবং প্রদাহ দেখা দেয়। এমন দাগ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নখের রঙের পরিবর্তননখ ফ্যাকাশে বা সাদাটে হয়ে যাওয়া, অথবা হলদেটে দাগ ধরলে তা লিভারের অসুখের ইঙ্গিত হতে পারে। এছাড়া, এটি শরীরে আয়রনের ঘাটতির সাথেও যুক্ত থাকতে পারে।
গোড়ালি ফুলে যাওয়া ও কালচে দাগপায়ের ত্বকে কালচে দাগ পড়া, চুলকানি এবং গোড়ালিতে ফোলা লিভারের সমস্যা নির্দেশ করতে পারে। সিরোসিস বা দীর্ঘমেয়াদি লিভারের ক্ষতির কারণে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, যা হাত-পায়ে পানি জমার এবং ত্বকে দাগ পড়ার কারণ হতে পারে। সাধারণত এ ধরনের সমস্যা সঙ্গে ওজন কমা, ক্ষুধামান্দ্য এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়।
স্পাইডার ভেনপায়ের পাতায় জালের মতো নীল বা সবুজ শিরা দেখা দিলে তাকে স্পাইডার ভেন বলা হয়। লিভারের অসুখে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে এমন লক্ষণ দেখা দিতে পারে।
হাত-পায়ের অসাড়তা ও ঝিনঝিনি অনুভূতিমাঝে মাঝে হাত-পায়ে ব্যথা, ঝিনঝিনি বা অসাড়তা অনুভূত হতে পারে। হেপাটাইটিস সি বা অ্যালকোহলজনিত ফ্যাটি লিভারের কারণে স্নায়ুর ক্ষতি হলে এমন উপসর্গ দেখা দিতে পারে।