১) দ্রুত ওজন কমে যাওয়া
হঠাৎ করে খাবার স্বাভাবিক খেয়েও ওজন কমতে থাকলে এটা সতর্কতার লক্ষণ।
২) শরীরে অকারণে ব্যথা
যে ব্যথার কারণ খুঁজে পাওয়া যায় না এবং মাসের পর মাস থাকে।
৩) ক্ষুধামন্দা / খাবারে অরুচি
হঠাৎ করে খাবারে অনীহা, সবসময় বমিভাব।
৪) চামড়ায় অস্বাভাবিক দাগ বা গুটি
নতুন গুটি হওয়া, বা পুরনো তিলের রং/আকার/আকৃতি বদলে যাওয়া।
৫) দীর্ঘদিন কাশি বা শ্বাসকষ্ট
৩–৪ সপ্তাহের বেশি কাশি বা রক্তসহ কাশি।
৬) অকারণে ক্লান্তি
ঘুমালেও ক্লান্তি না কমা — শরীরে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত।
৭) হজমের সমস্যা, দীর্ঘদিন গ্যাস বা পেটব্যথা
যা ওষুধে কমছে না।
৮) রক্তপাত (অকারণে)
মেয়েদের অস্বাভাবিক পিরিয়ড, মল-মূত্রে রক্ত, নাক-মুখ থেকে রক্তপাত।
৯) গলা ভেঙে যাওয়া বা দীর্ঘদিন গিলতে কষ্ট
১০) শরীরের যে কোনো স্থানে ফোলা, শক্ত হওয়া (যেমন স্তন, বগলে গাঁট)
👉 এই লক্ষণগুলোর যেকোনোটি ৩ সপ্তাহের বেশি থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে।