বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের সহযোগী অঙ্গসংগঠন। যার অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার পর বিশেষ দোয়া করা হবে।
দলটি জানিয়েছিল, বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের সব স্তরকে এই দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ADVERTISEMENT
এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও নিজ নিজ উপাসনালয় মন্দির, চার্চ ও প্যাগোডায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।