প্রখ্যাত মুফাস্সিরে কুরআন, সুপরিচিত ইসলামিক আলোচক এবং প্রিয় ভাই মাওলানা নুরুল ইসলাম কাসেমী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি অত্যন্ত শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের অধিকারী হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরিচ্ছন্ন, অমায়িক এবং ধর্মীয় খেদমাহে নিবেদিতপ্রাণ একজন আলেম।
তার মৃত্যুতে ইসলামিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার ছাত্র-শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছাপ দেখা গেছে।
মুহতারাম আলেমে দ্বীনের রুহের মাগফিরাত কামনা করে বলা হয়—
আল্লাহ তায়া’লা তার দ্বীনি খেদমাহ কবুল করুন, তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন ছুম্মা আমীন।