ভূমিকম্প আতঙ্কে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩০ বন্দী শিশু নিরাপদ আশ্রয়ে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে। আহতদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ হতাহত হননি, সবাই আতঙ্কের শিকার।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প চলাকালীন সময় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখায় এ ঘটনা ঘটে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখার (সহকারী পরিচালক) তত্ত্বাবধায়ক ইমরান খান বলেন, ভূমিকম্প চলাকালীন সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ৩০ বন্দী শিশু পদদলিত হয়ে আহত হয়। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতের মধ্যে যারা বেশি আহত হয়েছে, তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।