বেসরকারি স্কুল–কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর নভেম্বর মাসের বেতন প্রস্তাব আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ফলে শিক্ষকদের হাতে বেতন পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে। ৬ ডিসেম্বরের পর যেকোনো দিন তাদের অ্যাকাউন্টে নভেম্বরের বেতন জমা পড়তে পারে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের একাধিক সূত্র দেশের শিক্ষামূলক গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই গণমাধ্যমকে জানান, নভেম্বর মাসের বিল সাবমিটের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত বিল দাখিল করা যাচ্ছে, তাই চলতি সপ্তাহে প্রস্তাব পাঠানো সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতেই বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
নভেম্বরের বেতন কবে পাওয়া যেতে পারে—এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ‘আগামী সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম। ৬ ডিসেম্বরের পর যেকোনো দিন শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন পাঠানো হতে পারে।’
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বেতন–ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসেই প্রতিষ্ঠান প্রধানেরা অনলাইনে বিল দাখিল করেন। যাচাই–বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড় করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই ব্যাংকে বেতন–ভাতা পাঠানো হয়।
উল্লেখ্য, বেতন–ভাতা প্রদানের পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুত করতে সরকার ইতোমধ্যেই ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও সহজ ও কার্যকর হয়েছে।